পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, ভারত-পাক ক্রিকেটের লড়াই মানে যেন আবেগের বিস্ফোরণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই লড়াই দেখার জন্য টিকিট ছাড়ার একঘণ্টার মধ্যেই নাকি সব শেষ! জানা গিয়েছে, অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন টিকিট কাটার ওয়েবসাইটে। অফলাইনেও ছিল লম্বা লাইন। দুবাইতে খেলা দেখতে এত দ্রুত যে টিকিট শেষ হয়ে যাবে তা ভাবেননি অনেকেই। শুধু তাই নয়, আইসিসির ওয়েবসাইটেও লেখা হয়েছে ভারত-পাক, ভারত-বাংলাদেশ ও ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। এ ছাড়া দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালেরও টিকিট শেষ। ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাক মহারণ।