More
    Homeরাজ্যপেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ভবানীপুরের রাস্তায় রিকশা টানলেন মদন মিত্র

    পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ভবানীপুরের রাস্তায় রিকশা টানলেন মদন মিত্র

    দেশজুড়ে জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি  এখন রোজ নামচা। অন্যান্য মেট্রো শহরের মতো লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায়  পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই। নরেন্দ্র মোদি  সরকারের সৌজন্যে জ্বালানির এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরব হলেন তৃণমূলের  ডাকাবুকো নেতা তথা বিধায়ক  মদন মিত্র ।

    আজ, শনিবার জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের উদাসীনতার বিরুদ্ধেই এবার অভিনব প্রতিবাদে রাস্তায় নামলেন মদন মিত্র। প্রতিবাদের অঙ্গ হিসেবে রাজ্যের
    প্রাক্তন পরিবহণ মন্ত্রী ধরা দিলেন রিকশাওয়ালা রূপে! তিলোত্তমার ভিড় রাস্তাতেই রিকশাওলাকে সিটে বসিয়ে টানলেন রিকশা টানলেন মদন।

    প্রকৃত রিকশাওয়ালাকে শুরুতেই নতুন পোশাক উপহার দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তারপরই তাঁকে রিকশায় বসিয়ে নিজের অনুগামীদের পাশে নিযে টানেন হাতরিকশা।

    কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদ করতে গিয়ে মদন মিত্র বলেন, “গাড়িতে পেট্রোল-ডিজেল ভরতে গেলেই তো হাতে ছেঁকা লাগার জোগাড়। জ্বালানির দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, তাতে এই রিকশাই ভরসা আমজনতার। সেই কারণেই এমন প্রতীকী পদক্ষেপ।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments