Tuesday, May 30, 2023
HomeUncategorizedপোশাক সামলাতে না পেরে রেড কারপেটে নাজেহাল ঐশ্বর্য! 

পোশাক সামলাতে না পেরে রেড কারপেটে নাজেহাল ঐশ্বর্য! 

 

 

কান চলচ্চিত্র উৎসবে কোন বলিউড তারকা কোন পোশাক পড়েছেন তা নিয়ে বিস্তর আলোচনা চলতে থাকে। তারকারা একই আপুর কে টেক্কা দেওয়ার জন্য নানা রকম এক্সপেরিমেন্ট করতে থাকেন নিজেদের পোশাকে। এবার গান চলচ্চিত্র ছবি ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছেন সারা আলি খান, উর্বশী রাউটেলার মতো তারকারা।

 

কিন্তু সবার নজর যার দিকে আটকে ছিল তিনি হলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। প্রত্যেক বাড়ি কান চলচ্চিত্র উৎসবে নতুন নতুন চমক দেন ঐশ্বর্য। কখনো বারবি খাওনি তো কখনো বেগুনি লিপস্টিক পড়ে সকলের নজর কেড়ে নেন তিনি। এবারও হলো না তার ব্যতিক্রম। রুপালি রঙের ফুডি দেওয়া ওভার সাইজ গাউন পরে সকলের নজর কেড়ে নিলেন ঐশ্বর্য। তার জন্য শুনেছেন কটাক্ষও।

 

বৃহস্পতিবার ‘ইন্ডিয়ানা জোনস এন্ড দ্য ডায়ল অফ ডেসটিনি’ ছবির স্ক্রিনিং এর জন্য হাজির হয়েছিলেন ঐশর্য আর সেই ছবির রেড কারপেটেই কালুর উপরে রঙের হুড দেওয়া গাউনে দেখা গেলে ঐশ্বর্যকে। এই পোশাক দেখা মাত্রই শুরু সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় কটাক্ষ। অনেকেই বলে উঠলেন হিজাব পড়েছেন ঐশ্বর্য।

 

তবে আরও বেশি ট্রোল হয় যখন ঔষধ হাঁটতে গিয়ে পোশাক সামলাতে নাজেহাল হয়ে পড়েন। তাকে সাহায্য করতে এগিয়ে আসে দুই ব্যক্তি। সেই পোশাক মেয়েদের ল্যাজিক উপরে ঐশ্বর্য তা বোঝাই যায় ছবি দেখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments