Lঅলিম্পিকে সোনা না পেলেও প্যারা অলিম্পিকে সেই ক্ষোভ পুষিয়ে দিলেন প্যারা অ্যাথলটরা। শুটিংয়েরশুরুতেই সোনার পদক জিতলেন অবনী লেখারা। দশ মিটার এয়ার রাইফেলের এসএইচওয়ান ইভেন্টেবাজমাত করলেন অবনী। একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন মোনা আগরওয়াল। অন্যদিকে ট্র্যাকঅ্যান্ড ফিল্ড থেকেও পদক পেয়েছে ভারত। টি থার্ট ফাইভে দুশো মিটার স্প্রিন্টেব্রোঞ্জ পেয়েছেন প্রীতি পাল। ফাইনালে দৌড় শেষ করলেন ১৪.২১ সেকেন্ডে। এটি তাঁরব্যক্তিগত রেকর্ডও।
টোকিও অলিম্পিকে এসএইচওয়ানক্যাটেগরিতে দশ মিটার রাইফেলে সোনার পদক পেয়েছিলেন অবনী। প্যারিস অলিম্পিক্সেও তাঁকেঘিরে সোনা জেতার আশা করেছিল অনেকে। সেই প্রত্যাশায় কড়ায় গণ্ডায় পুষিয়ে দিলেনঅবনী। ২০ মিনিটের এয়ার রাইফেলসের এসএইচওয়ান ফাইনালে হয় টানটান লড়াই। ইভেন্টেপ্রথমে পিছিয়ে থাকলেও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীকে হারিয়ে শেষ হাসি হাসেন অবনী।প্যারিস অলিম্পিকে সোনার পদক না জেতার আফসোস তিনি এবার মিটিয়ে দিলেন বলেই মনেকরছেন ক্রীড়াপ্রেমীরা।