More
    Homeখবরপ্রকাশ্যেই নিষিদ্ধ মাদক সেবন, ধৃত সিভিক ভলান্টিয়ার

    প্রকাশ্যেই নিষিদ্ধ মাদক সেবন, ধৃত সিভিক ভলান্টিয়ার

    আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই ফের সামনে এল আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি। এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তরুণী ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তদন্ত শুরু করেছে সিবিআই। এরই মধ্যে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সেবন করার অভিযোগে জলপাইগুড়ির বানারহাট এলাকা। তাকে অবশ্য গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম কিশোর রায়। সে বানারহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। পুলিশ জানিয়েছে এর আগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগের জেরে তাকে গত ১৬ আগস্ট থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ার বানারহাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে তিস্তা পারে বসে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার খাচ্ছিল। পথচারীরা দেখতে পান কিশোর ঝোপের আড়ালে মাদক সেবন করছে। তারপর তাকে ধরে ফেলে থানায় খবর দেন তাঁরা। ওই রাস্তায় আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে তিনশোটি ট্যাবলেট পাওয়া যায়। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যাদের, সেই সিভিক ভলান্টিয়াররা যদি নিষিদ্ধ মাদক খায়,তাহলে গ্রামগঞ্জের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, তা সহজেই অনুমেয়। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের কঠোর শাস্তি দাবি করছেন তাঁরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments