Sunday, September 24, 2023
Homeসিনে দুনিয়াপ্রকাশ্যে এল 'ওম দ্যা ব্যাটেল উইদিন' র পোস্টারে আদিত্যর লুক

প্রকাশ্যে এল ‘ওম দ্যা ব্যাটেল উইদিন’ র পোস্টারে আদিত্যর লুক

প্রকাশ্যে এল আদিত্য রায় কাপুরের পরবর্তী ছবি ‘ওম দ্যা ব্যাটেল উইদিন’ (Om The Battle within)- র পোস্টার। একদম নয়া অবতারে আদিত্যর লুক চমকে দিয়েছে সকলকে।

পোস্টারে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত আদিত্যের সঙ্গে রয়েছে বন্দুক। রুক্ষ, দৃঢ় লুকে অভিনেতাকে দেখে ইন্ডাস্ট্রির অন্যান্যরা প্রশংসায় পঞ্চমুখ তাঁর। আদিত্যর শেয়ার করা পোস্টে কমেন্ট করছেন অভিষেক বচ্চন, সোনাক্ষী সিনহা, রকুল প্রীত সিং, সুরাজ পাঞ্চোলি ছাড়াও আরও অনেকে। আদিত্য ছাড়াও ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জনা সাংঘি।

কপিল বর্মা পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে ৩ ডিসেম্বর। শুটিং শুরুর আগে কেক কেটে উদযাপন করেছেন কলাকুশলীরা। সব ঠিক থাকলে আগামী বছরের গ্রীষ্মে মুক্তি পাবে ছবিটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments