More
    Homeবিনোদনপ্রকৃতি'ও 'ফসিলস'-প্রেমী! বাংলা রকের নাম শুনলেই শিহরণ জাগে নতুন প্রজন্মের

    প্রকৃতি’ও ‘ফসিলস’-প্রেমী! বাংলা রকের নাম শুনলেই শিহরণ জাগে নতুন প্রজন্মের

    ‘প্রকৃতি’ও ‘ফসিলস’-প্রেমী! বাংলা রকের নাম শুনলেই শিহরণ জাগে নতুন প্রজন্মের। এবার ‘প্রকৃতি’ও সাড়া দিল বাংলা ব্যান্ডের জনপ্রিয় সুরকার ও গায়ক রূপম ইসলামের অনুষ্ঠানে। গোটা জানুয়ারি জুড়ে চলছিল ‘ফসিলস ট্যুর’। আর এই ট্যুরের শেষ স্টপেজ ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত খড়দহ যুব মৈত্রী উৎসবে।

     

    এদিনের এই অনুষ্ঠানে মেতে উঠেছিল ‘ফসিলস’-প্রেমীরা। একের পর এক গানে কাঁপছিল মাটি। খড়দহের বুকে উঠেছিল ‘ফসিলস’ ঝড়। এরপর হঠাৎই এক খুদে উঠে আসে মঞ্চে। রূপম সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন ওই খুদের। বাচ্চা মেয়েটির নাম ‘প্রকৃতি’।

     

    শুধুমাত্র সকলের সঙ্গে পরিচয় সেরেই ক্ষান্ত থাকেনি ওই একরত্তি। আচমকাই সে ‘একলা ঘর’ গাওয়ার কথা বলে ওঠে। এবং শুরু করে গাওয়া, মঞ্চের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সকল দর্শক। স্পষ্ট উচ্চারণ, সঠিক সুর খুদের গলায়। উপস্থিত সকল শ্রোতা গেয়ে ওঠে ওই খুদের সঙ্গে। এখানেই শেষ নয়, গানের শেষে খুদে বলে ওঠে ‘জয় রক’। শুনেই উল্লাসে, চিৎকারে ফেটে পড়ে জনতা। এর থেকে স্পষ্টতই বলা যায় বাংলা রকের প্রভাব পড়ছে নতুন প্রজন্মেও, আর তা রূপমের হাত ধরে, যাকে ঘিরে এত কটাক্ষ, এত বিতর্ক। তবে এই বিষয়টি বাংলা রক-প্রেমীদের জন্য অত্যন্ত গর্বের ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments