More
    Homeবিনোদনপ্রচন্ড ভয় পেয়েছিলেন মালাইকা

    প্রচন্ড ভয় পেয়েছিলেন মালাইকা

    ঘটনারা সামান্য হলেই প্রথমিকভাবে অসামান্য হয়ে ওঠে। সইফ আলি খানের বাড়িতে আততায়ীর হানা নিয়ে চর্চা কম হয়নি। তার রেশ কাটতে না কাটতেই এবার ভয়ংকর অভিজ্ঞতার কথা শিকার করলেন মালাইকা। যা শুনে শিউরে উঠেছেন অনুরাগীরা।মালাইকা জানান, কোথাও বেরনোর পরিকল্পনা ছিল। নিজের ঘরে তৈরি হচ্ছিলেন। সাজপোশাক সেরে বসার ঘরে বেরিয়ে চমকে ওঠেন।

     

     

     

    ব্যাপার কি? দেখেন, এক অচেনা মহিলা বসে রয়েছেন। ওই মহিলাকে চিনতে পারেননি অভিনেত্রী। ভয় লাগতে শুরু করে তাঁর। ওই মহিলার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর খেয়াল করেন তাঁর ব্যাগে একটি কাঁচি রয়েছে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। মালাইকার মনে হচ্ছিল, হয়তো কোনও বিপদ হতে পারে। তাই নিজেকে শান্ত করার চেষ্টা করেন। তারপর ওই মহিলার সঙ্গে কথা বলেন মালাইকা। তবে শেষমেশ তিনি বুঝতে পারেন, ওই মহিলা তাঁর অন্ধ অনুরাগী। পড়ে এক শান্তির পরিবেশ তৈরী হয়।

     

     

     

    বড়পর্দা থেকে দূরে থাকলেও বিগত একদশক ধরে বিভিন্ন রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় মালইকাকে। বর্তমানে তিনি ডান্স রিয়ালিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর বিচারকের আসন সামাল দিচ্ছেন। দিনকয়েক আগে রিয়ালিটি শো-র অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, নাচ করার মাঝেই সে বিচারক মালাইকার দিকে তাকিয়ে কখনও চোখ মেরে অশালীন অঙ্গভঙ্গি করেছে, আবার কখনও চুমু ছুড়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই কিশোরের এহেন ‘অকালপক্ক’ পারফরম্যান্স দেখে মালাইকার মনোক্ষুণ্ণ হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments