Thursday, October 5, 2023
Homeজাতীয়প্রতিবাদ করতে গিয়ে আইন ভাঙলে বঞ্চিত হতে হবে সরকারি চাকরি থেকে পাসপোর্ট!...

প্রতিবাদ করতে গিয়ে আইন ভাঙলে বঞ্চিত হতে হবে সরকারি চাকরি থেকে পাসপোর্ট! নির্দেশিকা জারি বিহার, উত্তরাখণ্ডে

প্রতিবাদ করতে গিয়ে আইন ভাঙলে সরকারি চাকরি, পাসপোর্ট এবং আরও অনেক কিছু থেকে বঞ্চিত হতে হবে, জানিয়ে দিল বিহার পুলিশ। সোশ্যাল মিডিয়াতে দেশ-বিরোধী পোস্ট করলেও হবে বিপদ। উত্তরাখণ্ডের সরকারের তরফেও জারি হয়েছে একইরকম নির্দেশিকা।
বিহার পুলিশ জানিয়েছে, হিংসাত্মক প্রতিবাদ করতে গিয়ে ধরা পড়লে নয় রকম সরকারি সুবিধা পাওয়া যাবে না। সেগুলি হল, সরকারি চাকরি, পাসপোর্ট, চরিত্রের শংসাপত্র, চুক্তিভিত্তিক সরকারি কাজ, সরকারি দপ্তর, বোর্ড এবং কমিশনের সঙ্গে কাজের চুক্তি, গ্যাস এবং পেট্রল পাম্প এজেন্সি নেওয়ার লাইসেন্স, সরকারি অনুদান এবং ব্যাঙ্কের ঋণ। রাজ্য সরকার নিয়ন্ত্রিত মদের দোকান খোলার লাইসেন্সও পাওয়া যাবে না। আইন শৃঙ্খলা ভঙ্গকারী প্রতিবাদ, পথ অবরোধ করলেই চরিত্রের শংসাপত্রে তার উল্লেখ থাকবে ফলে যাবতীয় সুযোগ সুবিধা হারাতে হবে, জানিয়েছে বিহার পুলিশ। একই সময়ে, উত্তরাখণ্ড প্রশাসনের নির্দেশ, সোশ্যাল মিডিয়ায় পোস্টেও থাকবে নজরদারি। ‘বেচাল’ দেখলেই পাসপোর্ট দেওয়া হবে না। ওই রাজ্যের ডিজিপি অশোক কুমার বলেছেন, পুলিশ যে পোস্টগুলোকে দেশ-বিরোধী এবং সমাজ-বিরোধী বলে মনে করবে, তার রেকর্ড রাখবে। এই কাজে অভিযুক্তদের পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে আটকে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments