প্রায় ১০ বছরের প্রতীক্ষার হল অবসান। মেট্রো পথে জুড়ে গেল দক্ষিণেশ্বর। নোয়াপাড়া থেকে দুই সংযোজিত স্টেশন বরানগর, দক্ষিণেশ্বর। নতুন পথের দূরত্ব চার কিলোমিটার। গতকালই দক্ষিণেশ্বর মেট্রোপথের ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ থেকে দুই কালীতীর্থ এক মেট্রোয় ভ্রমণের সুযোগ পাবে শহরবাসী। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে ১৫৮ টি ট্রেন চলবে। স্টেশন বাড়লেও বাড়ছে না ভাড়া। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন এই মেট্রোপথ ৪.১ কিলোমিটার দীর্ঘ। প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে এই নতুন প্রকল্পের কাজ হয়েছে। সম্প্রতি তৃতীয় লাইনের বিদ্যুত্ থেকে শুরু করে সিগন্যালিং, ট্রেন টাইমিং ইন্ডিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, প্রবেশ এবং প্রস্থানপথ সবই এসে ঘুরে দেখেন সিআরএস। কলকাতা মেট্রো সূত্রে খবর, সারা দিনে সবক’টি ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে না। এই মুহূর্তে কবি সুভাষ এবং দমদমের মধ্যে সারাদিনে ২৪৪ টি ট্রেন চলে। তার মধ্যে ১৫৮ টি ট্রেন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চালানোর চিন্তাভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। দক্ষিণেশ্বর থেকে বরানগর যেতে লাগবে ৫ টাকা ভাড়া।
পরের স্টেশন অর্থাত্ নোয়াপাড়া যেতে খরচ করতে হবে ১০ টাকা। দমদম এবং বেলগাছিয়ায় যাওয়া যাবে ১৫ টাকায়। এরপর দক্ষিণেশ্বর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত সব স্টেশনের জন্য ২০ টাকা করে ভাড়া দিতে হবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া ২৫ টাকা।