More
    Homeখবরপ্রথম টেস্টের সফল ওপেনিং জুটির উপর ভরসা দ্বিতীয় টেস্টে ,নীচে দিকে ব্যাটিংকরা...

    প্রথম টেস্টের সফল ওপেনিং জুটির উপর ভরসা দ্বিতীয় টেস্টে ,নীচে দিকে ব্যাটিংকরা ইঙ্গিত ভারত অধিনায়কের

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইনিংস শুরু করেননি রোহিত শর্মা।ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরে।অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও সম্ভবত ইনিংস শুরু করতে দেখা যাবে না ভারতীয় দলের অধিনায়ককে।ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলেনি রোহিত। সেই ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের ওপেনিং জুটি সফল। দ্বিতীয় ইনিংসে ২০১ রান তুলেছিলেন তাঁরা। যশস্বী খেলেন ১৬১ রানের ইনিংস। রাহুলের ব্যাট থেকে আসে ৭৭ রানের দায়িত্বশীল ইনিংস। এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ২০০-র বেশি রান করেছে ভারত। সফল সেই জুটিই সম্ভবত অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও ভারতের হয়ে ইনিংস শুরু করবে।রাহুলকে নিজের জায়গা ছেড়ে দিতে চলেছেন রোহিত। অধিনায়ক ব্যাটিং অর্ডারের নীচে নেমে যাবেন। তিনি সম্ভবত পাঁচ নম্বরে ব্যাট করবেন। সম্ভবত নতুন জায়গায় ব্যাট করবেন বলে অনুশীলনে বাড়তি সময় দিচ্ছেন রোহিত।প্রথম নেটে অনুশীলন করতে যান যশস্বী এবং রাহুল। দ্বিতীয় নেটে অনুশীলন করতে যান বিরাট কোহলি এবং শুভমন গিল। তৃতীয় নেটে ঋষভ পন্থের সঙ্গে অনুশীলন করতে যান রোহিত। চতুর্থ নেটে অনুশীলন করতে যান নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর।
    যশস্বী, রাহুল, শুভমন, কোহলির পর পাঁচ নম্বরে ব্যাট করবেন অধিনায়ক। ছয় নম্বরে আসবেন পন্থ। সাত নম্বরে নীতীশ এবং আট নম্বরে ওয়াশিংটন খেলবেন।প্রথম দফার অনুশীলনের পর আবার পরে নেটে সকলের সঙ্গে ব্যাট করেন তিনি।ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন ভূমিকায় দেখা যেতে পারে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments