তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের ঘণ্টা দুয়েক বাদেই প্রথম দু’দফার বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। শুক্রবার বিকালে আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রথম দু’দফায় বামফ্রন্টের প্রার্থী তালিকায় কারা ঠাঁই পেলেন, তা দেখে নেওয়া যাক-
- জোটের দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা
- পটাশপুর সৈকত গিরি( সি পি আই)
- কাঁথি উত্তর সুতনু মাইতি( সিপিএম )
- রামনগর সব্যসাচী জানা সিপিএম
- কাঁথি দক্ষিণ অনুরূপ পান্ডা সি পি আই
- গোপীবল্লভপুর প্রশান্ত দাস সিপিএম
- সালবনি সুশান্ত ঘোষ সিপিএম
- বিনপুর দিবাকর হাঁসদা সিপিএম
- ছাতনা ফাল্গুনী মুখোপাধ্যায় আরএসপি
- রানিবাঁধ দেবলীনা হেমব্রম সিপিএম
- রামনগর সব্যসাচী জানা
- মেদিনীপুর তরুণ কুমার ঘোষ
- পাঁশকুড়া পশ্চিম চিত্ত দাস ঠাকুর
- গোসাবা অনিল চন্দ্র মন্ডল আরএসপি
- খেজুরি হিমাংশু দাস
- দাঁতন শিশির পাত্র
- জয়পুর ধীরেন মাহাতো
- মেদিনীপুর তরুণ কুমার ঘোষ
- সোনামুখী অজিত রায়
- পাঁশকুড়া পূর্ব সেখ ইব্রাহিম আলী
- নন্দীগ্রাম ফাঁকা রেখেছি: বিমান
- মানবাজার যামিনীকান্ত মান্ডি
- খড়গপুর শেখ সাদ্দাম আলী
- কেশপুর রামেশ্বর দলুই
- ইন্দাস নয়ন শীল
- রানিবাঁধ দেবলীনা হেমব্রম
- নারায়ণগড় তাপস সিনহা
- ওন্দা তারাপদ চক্রবর্তীর ফরওয়ার্ড ব্লক
- ঝাড়গ্রাম মধুজা সেন রায়
- হলদিয়া মনিকা কর পাইক
- কাশীপুর মল্লিকা মাইতি
- শালতোড়া ISF
- বাঁকুড়া কংগ্রেস প্রার্থী