কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন, টিকাকরণের প্রথম পর্যায়ে দেশের সব করোনা যোদ্ধাদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।
শনিবার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা টিকাকরণ প্রক্রিয়া মহড়া (ড্রাই রান) চলছে। সেই ‘ড্রাই রান’-এর পর্যালোচনায় শনিবার সকালে নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে যান হর্ষবর্ধন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু দিল্লি নয়, সারাদেশেই বিনামূল্যে পাওয়া যাবে।’
স্বাস্থ্যমন্ত্রীর সেই মন্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তারইমধ্যে টুইটারে তিনি বলেন, ‘করোনাভাইরাস টিকাকরণের প্রথম পর্যায়ে এক কোটি স্বাস্থ্যকর্মী এবং তিন কোটি প্রথমসারির কর্মী-সহ সবথেকে অগ্রাধিকার পাওয়া গোষ্ঠীকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। জুলাইয়ের মধ্যে কীভাবে আরও ২৭ কোটি অগ্রাধিকার তালিকাভুক্ত মানুষকে টিকা প্রদান করা হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ দেশের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়ে কিছু বলেননি তিনি।