বাগদান পর্ব সেরেছিলেন ২০২১ সালে। এর পর ২০২৩ সালে খ্রিস্টান মতে বিয়ে সারেন জার্মান প্রেমিকের সঙ্গে। দেখতে দেখতে ১ বছর পার। প্রথম বিবাহবার্ষিকীতে জার্মান স্বামীর সঙ্গেই বাঙালি মতে সাতপাক ঘুরলেন অভিনেত্রী সৃজিতা দে। পরনে লাল বেনারসি, মাথায় শোলার মুকুট এবং হাতে শাঁখা-পলা। আসানসোলের বঙ্গতনয়ার থেকে যেন চোখ ফেরানো দায়। বরের সাজও ছিল আদ্যোপান্ত মোড়া বাঙালিয়ানায়। শনিবার ছিল অভিনেত্রীর প্রীতিভোজের অনুষ্ঠান।