প্রথম মিনি ডার্বি জিতেছেন। আর প্রথম ডার্বি? মোলিনার দল খাতায়-কলমে এগিয়ে থাকলেও পিছিয়ে থাকা ইস্টবেঙ্গলকে বাড়তি গুরুত্বই দিচ্ছে। কারণ, মোলিনার অভিজ্ঞতা বলছে ডার্বি সবসময়ই আলাদা। ডার্বির উত্তেজনাও আলাদা। তারওপর গতবার মোহনবাগানে খেলা আনোয়ার আলি, হেক্টর ইউস্তেরা এবার ইস্টবেঙ্গলে। তবে মোলিনার সাফ কথা, ‘আমার কাছে আমার দল গুরুত্বপূর্ণ। আমি ওদের কন্ট্রোল করতে পারব না। তাই নিজেদের প্লেয়ারদের ওপরই ফোকাস করছি। ডার্বি ডার্বিই হয়। এই ম্যাচে কেউ ফেভারিট নয়।’ ম্যাচের আগের দিন দলের অধিনায়ক শুভাশিস বোসের গলাতেও প্রায় একই সুর। বলেন, ‘ডার্বিতে কেউ ফেভারিট হয় না। দুই দলের সমর্থকেরা তাদের প্রিয় দলকে ফেভারিট বলে মনে করে। ইস্টবেঙ্গল গত কয়েকটি ম্যাচে না জিততে পারলেও, আমার মনে হয়, ডার্বিতে ওরা নিজেদের উজাড় করে দেবে।’ মোহনবাগানের বড় অ্যাডভান্টেজ এই ডার্বির আগে সব ফুটবলার ফিট। ফলে, আক্রমণাত্মক খেলাই মূল অস্ত্র হয়ে উঠবে মোহনবাগানের। আইএসএল ডার্বির ইতিহাসে অপরাজিত মোহনবাগান। তবে মোলিনা এখন অতীত নিয়ে আর ভাবতে রাজি নন। মাঠে ফল চান শুধু।