Wednesday, June 7, 2023
Homeজাতীয়প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় চাকরি গেল গো এয়ার বিমান সংস্থার এক...

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় চাকরি গেল গো এয়ার বিমান সংস্থার এক সিনিয়র পাইলটের

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় চাকরি গেল গো এয়ার বিমান সংস্থার এক সিনিয়র পাইলটের। কোম্পানির মুখপাত্র শনিবার একথা জানান। ক্যাপ্টেন মিকি মালিক নামে ওই পাইলট বৃহস্পতিবার টুইট পোস্টে লিখেছিলেন, ‘‌প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। আপনারাও আমাকে সেটাই বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট।’‌
যদিও তাঁর ওই পোস্টের পর সমালোচনার ঝড়ের ধাক্কায় পরে নিজের টুইটটি মুছে ফেলে ক্ষমা চেয়ে মিকি পরে লেখেন, ‘‌প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং অন্য আপত্তিকর টুইট, যেগুলি কাউকে আঘাত করেছে তাঁর জন্য আমি ক্ষমা চাইছি। এটা আমার ব্যক্তিগত টুইট এবং গো এয়ার এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনওভাবেই জড়িত নয়।’‌ এমনকি নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধও করে দিয়েছেন ওই পাইলট। ঘটনার তিন দিন বাদে তাঁকে বরখাস্ত করে গো এয়ারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এধরনের কোনও কুরুচিকর মন্তব্য কখনওই বরদাস্ত করবে না কোম্পানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments