বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা হল এক নয়া প্রকল্প। যার নাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৩.০। এই যোজনার মাধ্যমে দেশের ৭১৭ টি জেলা থেকে ৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে কাজের সুযোগও।
২০১৫ সালে জুলাই মাসে চালু হয়েছিল এই ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ প্রকল্প। উদ্দেশ্য ছিল, সেইসব ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার যারা কম শিক্ষিত অথবা মাঝপথেই স্কুল ছেড়েছেন। এই প্রশিক্ষণের ফলে বাড়বে দক্ষতা এবং তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ।
এই যোজনার মাধ্যমে মোট ৩০০ টি কোর্স প্রদান করা হবে ছাত্র-ছাত্রীদের। তারমধ্যে কিছু কোর্স হল, ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার, ফুড প্রসেসিং, ফার্নিচার অ্যান্ড ফিটিংস, হ্যান্ডিক্রাফট, জুয়েলারী, চামড়া প্রযুক্তি ইত্যাদি।
এছাড়া ডিজিটাল প্রযুক্তি এবং শিল্প দক্ষতার দিকে বেশি মনোনিবেশ করতে চাইছে এই PMKVY ৩.০। প্রশিক্ষণটি মূলত ৩ মাস, ৬ মাস, ১ বছরের জন্য করা যাবে। প্রশিক্ষণ শেষ হলে একটি সার্টিফিকেট দেওয়া হবে যা সারা দেশে গণ্য হিসাবে বিবেচিত হবে।
এই যোজনার মাধ্যমে ২০২২ সালের মধ্যে দেশের প্রায় ৪০ কোটি যুবদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার।