গায়ে জড়ানো স্বল্প বস্ত্র, এক গাল ধূসর দাড়ি। হ্যাঁ, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। কিন্তু প্রভুর এই বেশের নেপথ্যে থাকা মানুষটাকে চিনতে পারছেন? নতুন বছরে এমনই চমক দিলেন অভিনেতা চন্দন রায় সান্যাল। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবিতে রামকৃষ্ণদেবের চরিত্রেই ধরা দেবেন তিনি। নতুন বছরে প্রকাশ্যে এল ঝলক।