‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা…’, এই গান ছাড়া আমাদের ছেলেবেলা অসম্পূর্ন। আমাদের ছেলেবেলাকে রঙিন যিনি করলেন, তিনিই আজ সাদাকালোর দেশে। প্রয়াত এই গানের গীতিকার অরুণ চক্রবর্তী। জানা যায়, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। এ দিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বনামধন্য কবি।