১৯৫০ সালের পর ব্যক-আপ ডান্সার হিসাবে কর্মজীবন শুরু, কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশিই কঠোর মনোভাবের ছিলেন নাকি প্রয়াত নৃত্য পরিচালক সরোজ খান। অত্যন্ত রূঢ় এবং কঠোর ছিল তাঁর ব্যবহার। কিন্তু কেন? সম্প্রতি এই প্রসঙ্গেই মুখ খুললেন বলিউডের আরও এক নামী নৃত্য পরিচালক টেরেন্স লুইস। বলিউডে পুরুষ আধিপত্যের প্রসঙ্গকে ঘিরেই টেরেন্স জানান এই ইন্ডাস্ট্রিতে নিজের মাটি শক্ত করতে হলে মহিলা নৃত্য পরিচালকদের রুক্ষ্ম স্বভাবের হতেই হয়। তিনি বলেন, “অনেকের মনেই প্রশ্ন থাকে যে কেন মাস্টারজি এত মেজাজি ছিলেন?’ তাঁদের জানা উচিত, একজন মহিলা হয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা খুবই কঠিন, বিশেষত যেখানে এতখানি পুরুষ আধিপত্য রয়েছে। এখানে মহিলা নৃত্য পরিচালকদের রুক্ষ্ম মেজাজের হতেই হয়। না হলে টিকে থাকা যায় না।”