মুম্বাইয়ের মুখার্জি পরিবার নিজস্ব মহিমায় ভাস্বর। সেই মুখার্জি পরিবারের প্রথম বলি পাড়ার অন্যতম সদস্য দেব মুখার্জি দোলের দিন প্রয়াত হলেন। বর্তমান প্রজন্মের কাছে তিনি কাজল-রানির কাকা। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা হলেও বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেতা দেব। গোটা মুখার্জি পরিবারকে এযাবৎকাল বাড়ির কর্তা হিসেবে আগলে রেখেছিলেন। আর দোলের দিনই চিরঘুমের দেশে পাড়ি দিলেন দেব মুখোপাধ্যায়। মুখার্জিদের ঘনিষ্ঠ সূত্রে খবর, মাস খানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন দেব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩। শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজই দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে জুহুর পবনহংস শ্মশানে।
মুম্বাইয়ার তাবড় অভিনেতারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাঁর বাস ভবনে। জানা গিয়েছে, রানি-কাজলের পাশাপাশি অজয় দেবগণ, তনুজা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রারা যোগ দেবেন তাঁর শেষকৃত্যে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাছে রণবীর-আলিয়া বরাবরই পরিবারের মতো। জানা গেল, এই কঠিন সময়ে বাবার মৃত্যুশোকে মূহ্যমান অয়নকে সামাল দিচ্ছেন তাঁরাই। বিকেলে শেষকৃত্যেও যাওয়ার কথা তাঁদের। একসময়ে বলিউডে বেশ ভালো ভালো সিনেমায় অভিনয় করেছেন দেব মুখোপাধ্যায়। ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’, ‘গুদগুদি’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।