বয়স মাত্র ১৫, তাঁর গান এবং মিউজিক ভিডিয়োয় মজে থাকতেন দর্শক। অবশেষে স্তব্ধ কণ্ঠস্বর! প্রয়াত হলেন জনপ্রিয় শিশুশিল্পী শচীন পারিয়ার। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিয়ার বিভিন্ন রকমের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে। তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সকলেই। জন্ম থেকেই জটিল রোগের সঙ্গে লড়াই, ১৫ বছর বয়সে এসে সব শেষ। পারিয়ার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।