‘বাঘাযতীন’-এর মতোই লড়াই করে গিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন স্বনামধন্য পরিচালক অরুণ রায়। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন পরিচালক। গত বছরের শেষে ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল পরিচালককে। চিকিৎসা চললেও অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। পরিচালকের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন অভিনেতা দেব। পয়লা জানুয়ারি ভেন্টিলেশনে রাখা হয়েছিল অরুণ রায়কে। ভোরের আলো ফুটতেই দুঃসংবাদ। ‘৮/১২’, ‘বাঘাযতীন’, ‘হীরালাল’-এর মতো একাধিক কাজ উপহার দিয়েছিলেন দর্শককে। তাঁর প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দর্শকমহলেও।