More
    Homeজাতীয়প্রশ্নপত্র ফাঁসের জেরে সারা দেশ জুড়ে বাতিল করা হল সেনা নিয়োগের পরীক্ষা

    প্রশ্নপত্র ফাঁসের জেরে সারা দেশ জুড়ে বাতিল করা হল সেনা নিয়োগের পরীক্ষা

    প্রশ্নপত্র ফাঁসের জেরে সারা দেশ জুড়ে বাতিল করা হল সেনা নিয়োগের পরীক্ষা। সেনাবাহিনীর জেনারেল ডিউটি পার্সোনাল পদে নিয়োগের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। নিয়োগ প্রক্রিয়ায় কোনওরকম অস্বচ্ছতা যাতে প্রবেশ না করতে পারে সেই জন্যই প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে ভারতীয় সেনা আধিকারিকরা। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা স্থগিত রাখার। বাতিল হওয়া পরীক্ষা কবে হবে সে বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানায়নি ভারতীয় সেনা। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় ইতিমধ্যেই বিতর্কও দেখা দিয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় সেনার গাফিলতি ছিল বলেও মনে করছেন কেউ কেউ। প্রাক্তন সেনা আধিকারিকদের মতে, এই ধরণের পরীক্ষা ব্যবস্থায় আরো সতর্ক ভাবে আয়োজন করা উচিত ছিল কারণ প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় মুখ পড়ল ভারতীয় সেনার। পুণে পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ তদন্তে উঠে আসছে একটি চক্রের নাম। চক্রটির পেছনে কোনও বড় মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুণে পুলিশ এবং সেনার গোয়েন্দারা। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতারও করা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মূল চক্রটির হদিশ পেতে চাইছে সেনার গোয়েন্দারা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments