প্রাক্তন প্রেমিক এবং তাঁর বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ বোনের বিরুদ্ধে। নাম জড়িয়েছে দিদি নার্গিস ফকরিরও। এর মাঝেই মুখ খুললেন অভিনেত্রী। অভিনয় জগতের চেনা মুখ নার্গিস। বোন আলিয়া নার্গিসের সঙ্গে তাঁর নাম উঠে আসতেও খুব একটা সময় লাগেনি। তবে এই ঘটনা নিয়ে কোনও বাক্য ব্যয়ই করেননি অভিনেত্রী। বরং তিনি বর্তমানে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘হাউসফুল ৫’-এর প্রচার নিয়ে। সম্প্রতি নার্গিসের সমাজমাধ্যমের পাতায় ভেসে উঠল তারই এক ঝলক। তিনি লিখলেন, ‘আমরা আসছি শীঘ্রই’। তবে শুধু তিনিই নন, সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও সোনম বাজওয়াও। কিন্তু বোনের ঘটনায় কেন মুখ খুলছেন না তিনি? জানা যাচ্ছে, একমাত্র বোনের সঙ্গে নাকি গত ২০ বছর ধরেই কোনও যোগাযোগ নেই নার্গিসের। তিনিও প্রথম এই বিষয়টি জানতে পারেন সংবাদমাধ্যম দ্বারা। যদিও ওয়াকিবহাল মহলের অনুমান, চাপের মুখে পড়েই কি সম্পর্ক এড়িয়ে যেতে চাইছেন তিনি? উত্তর অধরা।