More
  HomeUncategorizedপ্রাণনাশের হুমকিকে ফুতকারে উড়িয়ে কলকাতা মাতালেন ভাইজান! ভাইরাল ভিডিও  

  প্রাণনাশের হুমকিকে ফুতকারে উড়িয়ে কলকাতা মাতালেন ভাইজান! ভাইরাল ভিডিও  

   

  ইডেন গার্ডেনস এর চার নম্বর গেটে বিকেল চারটে থেকে ছবিটা অন্যরকম ছিল। চারিদিকে একেবারে তুমুল ব্যস্ততা। দলে দলে পুলিশ কর্মী বটতলার সামনে। ব্যারিকেট দেওয়ার রাস্তা দিয়ে শয় শয় হয় মানুষ আসছেন টিকিট কাটছেন ভেতরে ঢুকে যাচ্ছেন। তাদের ডেস্টিনেশন শুধু একটাই। শনিবার বিকেলে ছিল কলকাতার রাস্তায় লাল হলুদ তাবু।

   

  সালমান খান ওরফে ভাইজান মাতালেন ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে। সামনে সকলের চোখের সামনে টাইগার। আর সেই টাইগারেরই গর্জন শুনতেও দেখতে মানুষ তিন লক্ষ টাকা খরচা করতে দুবার ও ভাবেনি। তবে শুধু তো আর তিনি একা আসেননি তিনি এসেছেন তার পুরো টিমকে নিয়ে। সন্ধ্যে সাড়ে ছটা থেকে ইস্টবেঙ্গল ক্লাবের চেহারাটা সম্পূর্ণ বদলে গেল। দাবাং টিমের অন্যতম সদস্য মনিশ পল ছিলেন সঞ্চালনার ভূমিকায়।

   

  তারপরেই মঞ্চে উঠেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ মঞ্চে আগুন জ্বালাতে। শুধু নিজের ছবি মার্ডার ও রোজ ছবির গানের নাচলেন না তার সঙ্গে সঙ্গে তিনি বড়লোকের বেটি লো তে নিচেও জমিয়ে দিলেন অনুষ্ঠান। আর তারপরেই নাচের জাদুকর প্রভু দেবা দেখিয়ে দিলেন তিনি এখনো জাদু জানেন। নস্টালজিক গান উর্বশী উর্বশী গানের নিচে তাক লাগিয়ে দিলেন সকলকে। এছাড়া অনেকেই ছিলেন তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য ক্রীড়া মন্ত্রী উপস্থিত ছিলেন মাঠে।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments