প্রায় ১ বছর পর মাঠে ফিরেছেন। মহম্মদ শামির বোলিং অস্ত্রে যে এতটুকুও ধার কমেনি, তা বুঝিয়ে দিলেন। বাংলার হয়ে প্রত্যাবর্তনেই চেনালেন নিজের জাত। প্রথম দিন ১০ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেট পাননি শামি। কিন্তু দ্বিতীয় দিন শুরুতেই জ্বলে উঠলেন। ১৯ ওভারে শামি ৫৪ রানে ৪ উইকেট তুলে নিলেন। এরমধ্যে ৪ ওভার মেডেন। তাতেই মধ্যপ্রদেশ ধসে গেল ১৬৭ রানে। শুধু তাই নয়, শেষ ২ বলে উইকেট পেয়ে হ্যাটট্রিকের সামনেও রয়েছেন ভারতীয় দলের তারকা। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে উইকেট পেলেই হ্যাটট্রিক করে ফেলবেন বাংলার এই পেসার। বাংলা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৭০ রান। এগিয়ে আছে ২৩১ রানে।