More
    Homeকলকাতাপ্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে

    প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে

    বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অ্যাসিডে পুড়ে গেল প্রেমিকার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ। ঘটনাটি বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের। অভিযুক্ত প্রেমিকের নাম আবীর সেখ। তার বাড়ী পাইকর থানার ধানগড়া গ্রামে। বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পাইকর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

     

    বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। সেই সময় তার প্রেমিক তাকে মাঠের মধ্যে নিয়ে তখনই বিয়ে করতে চায়। কিন্তু প্রেমিকের প্রস্তাবে সেই মুহুর্তে বিয়ে করতে রাজী হননি প্রেমিকা। অভিযোগ, বিয়েতে করতে রাজী না হওয়ায় পকেটে থেকে অ্যাসিডের বোতল বের করে প্রেমিকার মুখে ছুড়ে দেয় প্রেমিক আবীর সেখ। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নজরে আসতে এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিকাকে উদ্ধার করে। তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments