প্রেমের সপ্তাহের শুরুতেই মুক্তি পেতে চলেছে ‘মায়ানগর’। মুক্তির আগে আড্ডায় মাতলেন অভিনেত্রী। একসময় এই মায়ানগর কলকাতার রাস্তাতেই প্রতিবাদী রূপে নেমেছিলেন শ্রীলেখা। আবার ব্যক্তিগত জীবনে তিনিই লড়াই করেছেন অবসাদের সঙ্গে। ‘আমি পিআর বুঝি না’- অভিনেত্রীর সাফ জবাব। রিল লাইফের পাশাপাশি বাস্তব জীবনেও কি প্রেমিক পুরুষের সন্ধানে আছেন তিনি? কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, ছবি মুক্তির আগে সঙ্গে আড্ডায় তুলে ধরলেন সবটাই।