জয়সূর্য দায়িত্ব পেয়েছিলেন অন্তর্বর্তীকালীন কোচের। তাতেই আমূল পরিবর্তন আনেন শ্রীলঙ্কা দলের। ২৭ বছরের মধ্যে প্রথম ভারতীয় দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয়। এরপর ১০ বছরের মধ্যে প্রথমবার ইংল্যান্ড টেস্ট জয়। নিউজিল্যান্ডকে বিশালভাবে টেস্টে হারানো। সবই রয়েছে। তাতে তারওপর ভরসা করা ছাড়া আর উপায়ই বা কী শ্রীলঙ্কান ক্রিকেট ম্যানেজমেন্টের। তাই হল। প্রোমোশন পেলেন সনৎ জয়সূর্য। ২০২৬ পর্যন্ত তাঁকে শ্রীলঙ্কা দলের প্রধান কোচ করা হল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ সিরিজ দিয়ে শ্রীলঙ্কার পূর্ণ কোচের পদে তাঁর অভিষেক হব।