প্রয়াত নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইঝি চিত্রা বসু। বৃহস্পতিবার সকালে কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শুক্রবার শোক জ্ঞাপণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিত্রা বসু ছিলেন হাতে গোনা জীবিত ব্যক্তিত্বদের মধ্যে একজন, যাঁর সঙ্গে নেতাজির সরাসরি সাক্ষাৎ হয়েছিল।
লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চিত্রাদেবী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে বাসভবনেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিজনরা। সন্ধ্যায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দেহ নিয়ে যাওয়া হয় বসু পরিবারের পুরনো বাড়িতে।
নেতাজির ভাই শরৎচন্দ্র বসুর কন্যা ও স্থপতি সুবিমল ঘোষের স্ত্রী চিত্রাদেবী যৌবন থেকেই রাজনীতি ও সমাজসেবায় সক্রিয়। ফরওয়ার্ড ব্লকে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ১৯৯৮ সালে বারাসত লোকসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হন । তৃণমূল কংগ্রেস প্রার্থী চিকিৎসক রণজিৎ পাঁজার কাছে পরাজিত হন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য হয়।