ডার্বিতে নেই আনোয়ার আলি। ফলে, কমজোরি হয়ে পড়ল লাল হলুদের ডিফেন্স লাইন। প্ল্যান বি ভাবতেই হচ্ছে অস্কর ব্রুজোকে। ডার্বির চূড়ান্ত মহড়ায় অনুশীলনে হাজির ছিলেন না দেশের একনম্বর ডিফেন্ডার। আনোয়ার শেষ তিন দিন অনুশীলনে এলেও মাঠে নামতে পারেননি। ফলে তাঁকে ছাড়াই গুয়াহাটি উড়ে গেছে বাকি দল। বাকি মরসুমের কথা ভেবেই কোনও ঝুঁকি নিতে চাননি অস্কার ব্রুজো। যদিও লাল হলুদের অন্যতম কর্তা দেবব্রত (নীতু) সরকার মনে করেন ‘কে থাকল বা থাকল না এইধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। ডার্বিতে আসল হল টেম্পারামেন্ট