More
    Homeঅনান্যফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

    ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

    অনেকেই সস্তা ফেয়ারনেস ক্রিম বা কেমিকাল ব্লিচ এর সাহায্যে করতে চান সব সমস্যার সমাধান। পরিচিত কেউ কোন cosmetic ব্যবহার করে ফল পেল, চোখ কান বন্ধ করে কোন কিছু চিন্তা না করে কিনে ফেললেন সেই ক্রিমটি। মনে রাখবেন একজনের ত্বকে যেটা কাজ করেছে আপনার ত্বকে সেটা কাজ নাও করতে পারে; আর অধিকাংশ রঙ ফর্সাকারী, দাগ দূর করার ক্রিমেই কিছু ক্ষতিকর উপাদান থাকে, যেমন পারদ, ক্লোরিন ভিত্তিক ব্লিচিং এজেন্ট। উন্নত দেশে এসব উপকরণ হয় নিষিদ্ধ, নয়ত খুবই moderately ব্যবহার করা হয়। কিন্তু আমাদের উপমহাদেশে তার কোন বালাই নেই। ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে তথাকথিত হারবাল ব্লিচ এর উপাদানগুলো একটু পড়ে দেখবেন তো, ওতে আসলে হারবাল কী কী আছে? সাত দিনে ফর্সা ও দাগবিহীন ত্বক পান – এমন চটকদার ডায়লগ দিয়ে আর অজ্ঞতাকে পুঁজি করে এরা চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। আর যারা এর ফাঁদে যারা পা দিচ্ছেন তারা ফ্রী পাচ্ছেন ক্যান্সারের ঝুঁকি, র‍্যাস, অ্যালার্জি ইত্যাদি।

     

    কিন্তু যদি চান তবে এই সমস্যাগুলোর সমাধান নিজেই করতে পারেন খুব সহজেই। এর জন্য চাই শুধু একটু সময় আর ধৈর্য। আজ আপনাদের শেখাব ঘরে বসেই ব্লিচ করার কিছু পদ্ধতি, যা নিয়মিত ব্যবহার করলে আপনি সহজেই পাবেন রোদেপোড়া ছোপ, ব্রণের জেদি দাগ থেকে মুক্তি।

     

    ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ

    শুষ্ক ত্বকের জন্য

    ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে হলুদ, লেবু ও দুধের মিশ্রণ –

     

    ১. আধা চা চামচ দুধের সর বা দুধ, এক চিমটি হলুদ গুঁড়া (কাঁচা হলুদ ব্যবহার করলে ভালো ফল পাবেন), এক চা চামচ লেবুর রস (তাজা রস ব্যবহার করবেন) নেবেন। সব উপকরণ একত্রে মিশিয়ে ত্বকে লাগান এবং পনের মিনিট পর ধুয়ে ফেলুন।

     

    ২. আধা চা চামচ মধু, দুই ফোটা বাদাম তেল (এর বদলে তিলের তেল ব্যবহার করতে পারেন), এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়া, আধা চা চামচ বেসন মিশিয়ে ত্বকে লাগান, পনের মিনিট পর ধুয়ে ফেলুন।

     

    ৩. এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়া, আধা চা চামচ তাজা টমেটোর রস, আধা চা চামচ বেসন মিশিয়ে ত্বকে লাগান, ত্বকের উপর প্যাকটি পুরো শুকিয়ে যাবার আগেই ধুয়ে ফেলুন।

     

    দ্রষ্টব্য

    দুধের সরের বদলে দুধ ব্যবহার করতে পারেন। আর চানা ডালের বেসনের বদলে মসুর ডাল বাটাও ব্যবহার করতে পারেন।

     

    সাধারন ত্বকের জন্য

    ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে হলুদ, লেবু ও বেসনের মিশ্রণ –

     

    ১. এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়া, আধা চা চামচ বেসন মিশিয়ে ত্বকে লাগান। পনের মিনিট পর ত্বক ধুয়ে পরিস্কার করে ফেলুন।

     

    ২. একটি ছোট আলুর অর্ধেক বেটে নিন, এর সাথে আধ চিমটি হলুদ গুঁড়া যোগ করে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

     

    ৩. এক চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়া, আধা চা চামচ তাজা টমেটোর রস মিশিয়ে মুখে লাগান। তরল মিশ্রণটি শুকিয়ে গেলে আবার লাগান। এভাবে তিন-চার বার কাজটি করুন। পনের মিনিট পর ধুয়ে ফেলুন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments