ফলো অন বাঁচিয়েই ড্রেসিংরুমে সেলিব্রেশন! নেটিজেনদের একাংশ রে-রে করে উঠলেও, এতে মোটেও অবাক হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন, ব্রিসবেনে সিরিজ ১-১ ড্র রাখার সম্ভাবনা বেড়ে যাওয়ার ফলেই ওই ধরনের সেলিব্রেশন দেখা গেছে। অস্ট্রেলিয়ায় এখনও সিরিজ জেতার সম্ভাবনাও আছে বলে মনে করেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘শেষ ২টি টেস্টে জেতা অসম্ভব কিছু নয়। তবে ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে হবে।’ ব্রিসবেনে বাংলার ক্রিকেটার আকাশদীপের শেষলগ্নে ব্যাটিংয়েই মূলত ফলো অন এড়াতে পারে টিম ইন্ডিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসাও করেন আকাশের। তিনি বলেন, ‘আকাশ ভালো ব্যাটিং করেছেন। বোলিংও ভালো করছেন। অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা তাঁর কেরিয়ারে ইতিবাচক ভূমিকা নেবে।