#চ
মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ফাইনালেও টসে হার রোহিত শর্মার। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত। কিউয়ি বোলার ম্যাট হোনরি চোটের কারণে নেই ফাইনাল স্কোয়াডে। তাঁর পরিবর্তে অলরাউন্ডার নাথান স্মিথকে নেওয়া হয়েছে দলে। তবে ভারতীয় দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। গ্রুপপর্বে ভারত–পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছে, ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে সেই পিচেই।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।