More
    Homeকলকাতাফিরহাদকে সতর্ক করলেন মমতা

    ফিরহাদকে সতর্ক করলেন মমতা

    কয়েকদিন আগেই সংখ্যালঘু ছাত্র সমাজের এক অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী তথ্য কলকাতার মেয়র ধর্ম নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। সেই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় তোলেন নাগরিক মহল। এবার ফিরহাদকে ধমক দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদ হাকিমকে জানিয়েও দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যে ফিরহাদের মন্তব্য সায় নেই তাও তাঁকে বলা হয়েছে। পুরমন্ত্রীর বক্তব্যকে দল অনুমোদন দেয় না সেটাও জানানো হয়েছে। এমনকী ধর্ম নিয়ে ‘অবাঞ্ছিত’ মন্তব্য করার প্রেক্ষিতে সতর্ক করা হয়েছে ফিরহাদকে।

    তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, কোনো রকম ধৰ্মীয় কথা বলা যাবে না কোনো সভায়। যেই নির্দেশ উপেক্ষা করে ফিরহাদের এই কথায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেই সভায় গিয়ে ফিরহাদ বলেছিলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। আর ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবী না। আমরা ভাবী, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হবো। সর্বশক্তিমানের এই ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব।’‌’ মেয়রের এমন মন্তব্যে বিভাজনের গন্ধ রয়েছে বলে সরব হন বিরোধীরা। এবার কিছুদিন নিশ্চই নীরব থাকবেন ফিরহাদ!!

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments