ইরানের পরিস্থিতি যা তাতে সেখানে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। শেষপর্যন্ত ফুটবলারদের কথা ভেবেই ইরানে এএফসির ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। ২ অক্টোবর ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ মেরুনের। এএফসির নিয়ম অনুযায়ী কোনও দল ম্যাচ খেলতে অস্বীকার করলে ন্যূনতম ১০ হাজার ডলার জরিমানা করা হবে। এরসঙ্গে টুর্নামেন্ট থেকে বাতিল করা ও এক বছরের জন্য এএফসি টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা হবে। প্রশ্ন থাকছে, নিরাপত্তার প্রশ্ন যেখানে, সেখানেও কি এই নিয়ম বহাল থাকবে। যদিও এএফসি নিরাপত্তা দিতে পারবে না এমন জানায়নি। ইরানের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই মুহূর্তে সেই দেশে খেলতে যাওয়া নিরাপদ মনে করেননি সবুজ মেরুন ফুটবলাররাই। ফুটবলার মিলে মোট ৩৫ জনের সই করা একটি চিঠি পাঠানো হয়েছে এএফসিতে। তার কপিও দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। সেখানে ম্যাচ পিছোনোর বা অন্যত্র করার আর্জির কথাও জানানো হয়েছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তাই মোহনবাগানের চেয়ার শূন্যই ছিল। এখন দেখার, এএফসি কী সিদ্ধান্ত নেয়।