এএফসির কথা মাথায় রেখেই দল সাজিয়েছিল মোহনবাগান। কিন্তু সেই টুর্নামেন্টে বাদ পড়েই অতিরিক্ত ফুটবলার নিয়ে চাপে পড়ল সবুজ মেরুন শিবির। বিশেষ করে বাগানের সপ্তম বিদেশি নুনো রেইসকে নিয়ে কী করা হবে তা নিয়ে দ্বিধায়। তাকে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুয়ের কথা মাথায় রেখেই তাঁকে এনেছিল বাগান। এখন বদলে গেছে পরিস্থিতি। বিদেশি কোটা ফ্যাক্টরে তাঁকে আইএসএলে খেলাতে পারেনি মোহনবাগান। কামিন্সকে ছেড়ে তাঁকে নেওয়ার কথা শোনা গেলেও তা হবে কিনা ভবিষ্যৎই বলবে। বাগানের রক্ষণ নিয়ে যদিও এখনও অনেক প্রশ্নচিহ্ন আছে। জানা যাচ্ছে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে লোনেও ছেড়ে দিতে পারে মোহনবাগান।