ফেডারেশন-পরিচালক দ্বন্দ্ব এখনও জারি। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তাকিয়ে টলিউড। তার আগে বুধবার নিজেদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিচালকরা। মীমাংসা হওয়া তো দূর, ‘আমাদের নিজেদেরকে অদরকারী মনে হচ্ছে’, এমনই বৈঠক শেষে মন্তব্য পরিচালকদের। ফেডারেশন বনাম পরিচালকদের নতুন সংঘাতে পরবর্তী পদক্ষেপ করার আগে আরও একদিন অপেক্ষা করার সিদ্ধান্ত সুব্রত সেন, সুদেষ্ণা রায়, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়েদের। বৈঠক শেষে অনির্বাণ বলেন, “আমার সঙ্গে বহু সিনিয়র মানুষ রয়েছেন। আমার কাছে এটা অত্যন্ত একটা দুঃখের দিন। কারণ আজ নিজেদের খুবই অদরকারী মনে হচ্ছে। জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সিরিজ অচিন্ত্য আইচ’-এর কাজও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। কবে শুরু হবে বা কেন শুরু হচ্ছে না, এর উত্তর পরিচালকের কাছে নেই। ধারাবাহিকের কাজ বন্ধ। জয়দীপ মুখোপাধ্যায়ের কাজ নিয়ে বহুদিন ধরেই সমস্যা বজায় রয়েছে। কিন্তু ফেডারেশনের তরফ থেকে মেলেনি কোনও সদুত্তর। একই অবস্থা শ্রীজিত রায়ের ক্ষেত্রেও। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ক্যান্সেলই হয়ে গেছে। আমাদের অন্যায় কী? আমরা কার সম্মানে আঘাত এনেছি? ফেডারেশনের কাছে আমাদের অনুরোধ আমাদের জানান হোক অপরাধটা আসলে কী? আমার মনে হচ্ছে ব্রডকাস্টার এবং স্টেক হোল্ডাররাও আমাদের অদরকারী মনে করছেন। কারণ তিন দিন হয়ে গেল। আমাদের সঙ্গে কোনও ওটিটি প্ল্যাটফর্ম, ব্রডকাস্টার এবং স্টেক হোল্ডারদের তরফে যোগাযোগ করা হল না।”