More
    Homeঅনান্যফেডারেশন-গিল্ড তরজার সমাধানে আশার আলো

    ফেডারেশন-গিল্ড তরজার সমাধানে আশার আলো

    ফেডারেশন-গিল্ড তরজার সমাধানে আশার আলো। আগামী সোমবার থেকে কাজে ফিরবেন পরিচালকেরা। পরিচালক গিল্ডের অভিযোগগুলির দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। সাংবাদিক সম্মেলনে সেই কথাই জানালেন গিল্ডের তিন পরিচালক সুদেষ্ণা রায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়।

     

    তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই পরিচালক গিল্ড-ফেডারেশন সমস্যা আবার মাথা চাড়া দিয়ে উঠেছিল। শুক্রবার সকাল থেকেই কাজ থেকে নিজেদের প্রত্যাহার করেছিলেন কয়েকজন পরিচালক। তদারকিতে ফ্লোরে ফ্লোরে ঘুরে দেখেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। কাজ বন্ধ করার প্রসঙ্গে তিনি জানান, যাঁরা বন্ধ করেছেন, তাঁদের বিরুদ্ধে ফেডারেশন কঠোরতম ব্যবস্থা নেবে।

     

    তবে সন্ধ্যায় মন্ত্রীদের সঙ্গে পরিচালকদের বৈঠকের পর সেই জট কাটল বলেই ধারণা করা হচ্ছে। জয়দীপ মুখোপাধ্যায় এর নতুন ওয়েব সিরিজ ও শ্রীজিৎ রায়- এর নতুন সিরিয়ালের সেটে আর্ট সেটিং এর কাজও শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন দুই মন্ত্রী। সুদেষ্ণা রায়ের কথায় জানা যায়, মন্ত্রীরা আশ্বাস দিয়েছেন, ২০ তারিখের পর তাঁদের সমস্যাগুলি শোনা হবে। ফেডারেশন এবং পরিচালকদের অভিযোগগুলি লিখিতভাবে জমা দিতে হবে। তার পর কথাবার্তা চলবে। মীমাংসার চেষ্টা করবেন দুই মন্ত্রী। শ্রীজিৎ, সুদেষ্ণা এবং জয়দীপ, তিন জনের গলায় এক সুর, “আমাদের অভিযোগ ছিল, আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছেন না। কিন্তু দুই মন্ত্রীই আমাদের কথা শুনে আমাদের পাশে দাঁড়াবেন। এরপর আমরাও আশ্বস্ত হয়েছি।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments