ফেডারেশন বনাম কৌশিক গঙ্গোপাধ্যায়! ফতোয়ার জেরে বিশ বাঁও জলে পরিচালকের পুজোর ছবি। লিখিতভাবে ক্ষমা চাইতে হবে কৌশিককে। তবেই মিটবে সমস্যা। টলিউডের সূত্র জানাচ্ছে এমনই খবর। প্রসঙ্গত, পরিচালকের এটি পুজোর ছবি, নাম ‘জংলা’। ছবিতে অভিনয় করার কথা তাঁরই পুত্র উজান গঙ্গোপাধ্যায়ের। প্রযোজনায় ‘নন্দী মুভিজ’। উত্তরবঙ্গের চালসায় বিগ বাজেটের এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২৭ জানুয়ারি থেকেই। শুটিং হওয়ার কথা প্রায় ৩৩ দিনের। কিন্তু তার আগেই ফেডারেশনের তরফ থেকে কোনও সবুজ সংকেত না মেলায় চিন্তার ভাঁজ পড়েছে নির্মাতাদের কপালে।