More
    Homeজাতীয়ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ, চার মেট্রো শহরে নৈশ কার্ফু জারি গুজরাত সরকারের

    ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ, চার মেট্রো শহরে নৈশ কার্ফু জারি গুজরাত সরকারের

    দেশের কয়েকটি রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ, যাদের অন্যতম গুজরাত । গত মাসে রাজ্যে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা ছিল প্রায় দুশো, অথচ সোমবারই 890টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে । সংক্রমণ এভাবে ক্রমশঃ বাড়তে থাকায় রাজ্যের চার মেট্রো শহর আমদাবাদ, সুরাট, ভদোদরা, রাজকোটে নৈশ কার্ফুর সময়সীমা বাড়াল গুজরাত সরকার । 31 মার্চ পর্যন্ত রাত দশটা থেকে পরদিন সকাল ছটা অবধি নৈশ কার্ফু বহাল থাকবে বলে সরকার প্রকাশিত বিবৃতিতে জানা গিয়েছে । আগে কার্ফুর সময়সীমা ছিল রাত বারোটা থেকে সকাল ছটা ম অর্থাত্ কার্ফুর সময়সীমা বাড়ল দুঘণ্টা । সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নেতৃত্বাধীন করোনাভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্স । এই নিয়ে ষষ্ঠবার নৈশ কার্ফু বাড়ল । দেওয়ালির পর এই শহরগুলিতে কোভিড সংক্রমণ আচমকা প্রবল ভাবে মাথাচাড়া দেওয়ার পর গত বছর নভেম্বরে প্রথম নৈশ কার্ফু জারি হয় । সোমবার পরবর্তী নির্দেশ জারি হওয়া পর্যন্ত আটটি ওয়ার্ডে রাত দশটার পর সব দোকান বন্ধ রাখতে বলেছে আমদাবাদ পুরসভা । রেস্তরাঁ, মল, শোরুম, পান দোকান, ক্লাব, চায়ের দোকান, চুলদাড়ি কাটার সেলুন সব বন্ধ রাখতে হবে । সরকারি পরিসংখ্যান অনুসারে, রাজ্যে কোভিড ছড়াচ্ছে সবচেয়ে বেশি সুরাটে ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments