More
    Homeখবরফের একবার ডিভোর্স এর ছায়া বলিউডে, উর্মিলা মাতন্ডকর বিয়ের আট বছরের ইতি

    ফের একবার ডিভোর্স এর ছায়া বলিউডে, উর্মিলা মাতন্ডকর বিয়ের আট বছরের ইতি

    ফের একবার ডিভোর্স এর ছায়া বলিউডে। বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর বিয়ের আট বছরের ইতি টেনে স্বামী মহসিন আখতার মীরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। এটাও জানা গেছে যে বিচ্ছেদ পারস্পরিক নয়, এবং ফাইলিং চার মাস আগে হয়েছিল। রিপোর্ট বলছে, ৫০ বছর বয়সী এই অভিনেতা অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের আদালতের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। উর্মিলা ইনস্টাগ্রামে মোট ১৫০ জনকে ফলো করেন, তবে মহসিন তাদের মধ্যে একজন নন। অভিনেতা অবশ্য মহসিনের সঙ্গে ছবি সরাননি। এই দম্পতিকে একসঙ্গে দেখা শেষ পোস্টটি ছিল ২০২৩ সালের ঈদে। মহসিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ঊর্মিলা লেখেন, ‘শান্তি ও সম্প্রীতির জন্য সকলের প্রার্থনা কবুল হোক.. ভালোবাসা, দয়া ও করুণার জয় হোক!”

     

    একই বছর, তিনি তার স্বামীর জন্য একটি জন্মদিনের পোস্ট শেয়ার করেছিলেন। উর্মিলা মাতন্ডকর ২০১৬ সালে কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসিনকে বিয়ে করেন। সূত্রের খবর, বন্ধু তথা সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রার মাধ্যমে পরিচয় হয় উর্মিলা ও মহসিনের। ঊর্মিলা ‘দিল্লাগি’, ‘খুবসুরত’, ‘ওম জয় জগদীশ’, ‘জুদাই’-এর মতো ছবির জন্য পরিচিত। মহসিন মূলত কাশ্মীরের বাসিন্দা এবং একজন মডেল এবং ব্যবসায়ী। ২১ বছর বয়সে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য তিনি মুম্বাই চলে আসেন। ২০০৭ সালে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন মহসিন। মহসিন প্রীতি জিনতার সাথে একটি বিজ্ঞাপনে প্রথম ব্রেক পেয়েছিলেন। ২০০৯ সালে ‘ইটস আ ম্যানস ওয়ার্ল্ড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। ফারহান আখতার অভিনীত ‘লাক বাই চান্স’-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments