‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ হলেও ফিরলেন না পরিচালক! ফের কাকাবাবু হয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে সৃজিত মুখোপাধ্যায় নন, পরিচালকের আসনে বসলেন চন্দ্রাশিস রায়। কাকাবাবুর গল্প আর পরিচালনা করতে চান না সৃজিত, তা ঘোষণা করেছেন আগেই। কাজেই এই গুরুদায়িত্ব বর্তেছে চন্দ্রাশিসের কাঁধেই।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হচ্ছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। শুক্রবার পরিচালক এবং কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠিত হল ছবির শুভ মহরৎ। কাকাবাবুর পরিচালক বদলে গেলেও বদলাননি কাকাবাবু। এ বারেও এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন প্রসেনজিৎ। তবে সন্তুর চরিত্রে কি এই বারেও আরিয়ান ভৌমিক? তা এখনও স্পষ্ট নয়। অন্য দিকে, ছবির নাম নিয়েও রয়েছে ধোঁয়াশা। এসভিএফ এবং প্রসেনজিতের এনআইডিয়াজ-এর যৌথ প্রযোজনায় আসছে এই ছবি।
‘মিশর রহস্য’ থেকে শুরু করে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ হোক বা ‘ইয়েতি অভিযান’, এর আগে বারবার দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সৃজিত। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় প্রথম উপহার দিয়েছিলেন ‘মিশর রহস্য’। তার পর ২০১৭ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’। তারপর ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। তবে এ বার, নতুন পরিচালকের হাত ধরে দর্শকদের কতটা মন জয় করতে পারেন কাকাবাবু, সেটাই দেখার। খুবই শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।