More
    Homeখবরফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে আহ্বান মুখ্যমন্ত্রীর, মানা হবে লাইভ স্ট্রিমিংয়ের আবেদন?

    ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে আহ্বান মুখ্যমন্ত্রীর, মানা হবে লাইভ স্ট্রিমিংয়ের আবেদন?

    ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে আহ্বান মুখ্যমন্ত্রীর। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠালেন মুখ্যসচিব মনোজ পান্থ। সোমবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আসতে বলা হয়েছে আন্দোলনকারীদের। তবে বৈঠকের বিষয় জুনিয়র চিকিৎসকরা এখনও কিছু জানায়নি। নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা। এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকরা।

     

    বিকেল পাঁচটায় বৈঠকের ডাক বৈঠকে কোন ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করা যাবে না। এটি পঞ্চম ও শেষ বৈঠক বলে জানিয়ে দিলেন মুখ্য সচিব। বৈঠক হলে পরে হবে দুপক্ষের হাতেই বৈঠকের মিনিটস্ দেওয়া হবে, যেমনটা আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। ৫ দফা দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন তাঁরা। এদিকে আগামিকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগের দিন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আবারও বৈঠকে আহ্বান মুখ্যসচিব মনোজ পন্থের।

     

    আজ বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এর আগেও গত রবিবার একইভাবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। নবান্নের পর সেই বৈঠকও ভেস্তে গিয়েছিল। জুনিয়র ডাক্তারের দাবি করেছিলেন তারা সরকারের সব শর্ত মেনে নিলেও প্রশাসনের তরফেই শেষমেষ বৈঠক বানচল করে দেওয়া হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দিকেও অভিযোগের আঙুল তোলেন আন্দোলনকারীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments