সব টানাপোড়েন ও জল্পনার অবসান ঘটিয়ে দল ছাড়লেন তৃণমূলের আরেক বিধায়ক। তাও যে সব এলাকার বিধায়ক নয়, তৃণমূলের খাস তালুক দক্ষিন ২৪ পরগনা জেলার বিধায়ক তিনি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্রের আওতায় রয়েছে তাঁর বিধানসভা কেন্দ্র। তিনি ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার। বেশ কয়েক মাস ধরেই তাঁর সঙ্গে দলের সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্প্রতি দলের ৩ বিধায়ক দল ছাড়লেও সেই তালিকায় নাম ছিল না দীপক হালদারের। তাতে মনে হয়েছিল হয়তো তৃণমূলের সঙ্গে দীপকবাবুর সম্পর্কের টানাপোড়েনের হয়তো অবসান ঘটেছে। কিন্তু এদিন স্পিড পোস্টে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন দলের জেলা সভাপতি শুভাষিস চক্রবর্তী ও কলকাতায় তৃণমূল ভবনে। যদিও তাঁর এই পদত্যাগপত্র দল ছাড়ার অঙ্গ বলেই বিবেচিত হচ্ছে। বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেননি। একই সঙ্গে মনে করা হচ্ছে তিনি এবার বিজেপিতে যোগদানের পথেই পা বাড়াতে পারেন।