ফের ধসের কবলে উত্তরবঙ্গ। টানা বৃষ্টিপাতের জেরে কালিম্পঙ এবং দার্জিলিং-এ ধস। ধস যেন উত্তরবঙ্গের পিছু ছাড়ছে না। ফের সারা রাত ভারী বৃষ্টির জেরে ধস নামল দার্জিলিঙে। বৃষ্টিতে বহু জায়গায় উপর থেকে জলের স্রোত নেমে আসার ফলে, মাটি আলগা হয়ে গিয়েছে অনেক জায়গায়। বিপদের প্রমাদ গুনছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গে ধারাবাহিক ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। পরবর্তী সময়ও ভারী বৃষ্টির সতর্কতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মধ্যে এক-দুই দিন বৃষ্টির পরিমাণ সামান্য কমেছিল ঠিকই কিন্তু বুধবার রাতে ফের বৃষ্টির পরিমাণ বাড়ে। আর তাতেই শুরু হয়ে গিয়েছে ধস। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ধস নামার খবর এসেছে। ১০ নম্বর জাতীয় সড়কের উপর একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। ফের বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। তার জেরে সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা। এই মুহূর্তে পাহাড়ে পর্যটনের সময় শুরু হয়েছে। পর্যটকরা যেতেও শুরু করেছেন উত্তরবঙ্গে। এই পরপর ধসের ঘটনায় উদ্বেগ ক্রমে বাড়ছে।
পাহাড়ে রাতভর বৃষ্টিতে ফের ধস নেমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গবাসীদের। পর্যটকরাও বিপাকে পড়েছেন। জানা গিয়েছে ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়ক সহ দার্জিলিং, কালিম্পং, সিকিমের একাধিক জায়গায়। তার মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে তিস্তা। তিস্তা নদীতে জলের পরিমাণ আরও বেড়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।