ফের পর্দায় দেব-শুভশ্রী জুটি। বাংলা ছবির ইতিহাসে সেরা জুটিদের মধ্যে অন্যতম।দীর্ঘ অপেক্ষার পর অনুরাগীদের জন্য নতুন চমক। পর্দায় জুটি বেঁধে কাজ করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব।
প্রায় ১২ বছর পর পর্দায় একসঙ্গে আবার দেখা যাবে এই চর্চিত জুটিকে। এই অসম্ভবকেই এবার সম্ভব করতে চলেছেন পরিচালক রানা সরকার।
দেব এবং রানা দু’জনেই একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। যেই ছবিতে রানা লেখেন, ‘এখন, নয় তো আর কখনও নয়।’ হ্যাশট্যাগে ‘ধুমকেতু’ ছবির নাম দেওয়ার পাশাপাশি দেব-শুভশ্রীর নামও উল্লেখ করেছেন পরিচালক। যা দেখা মাত্রই অনুরাগী মহলে খুশির বন্যা বইছে। দেব সেই ছবি নিজে পোস্ট করে সেই জল্পনা উস্কে দিয়েছেন। বহুবছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধুমকেতু।
একসময় দেব-শুভশ্রীর রোমান্স দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। টলিউডে কান পাতলে শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন এই নায়ক-নায়িকা। তবে সেই সম্পর্ক বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন, মন দিয়ে কাজ করছেন তাঁরা।
শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর গৃহিণী অপরদিকে রুক্মিণী মৈত্র এবং দেবের জুটি এখন সব থেকে চর্চিত টলিউডের। সব ভুলে আবারও একসঙ্গে ‘চ্যালেঞ্জ’ খ্যাত অভিনেতা-অভিনেত্রী।
অভিনেতা ‘টেক্কা’ এবং ‘খাদান’ এর মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের।অপরদিকে শুভশ্রী ও ‘সন্তান’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন অনুরাগীদের। আবার এই জুটি দর্শকদের মন জয় করেন কিনা সেটা তো সময়ই বলতে পারবে।