ফের রেফারির ভুল সিদ্ধান্ত! ফের শিকার ইস্টবেঙ্গল! তাতে প্রথমবার আইএসএলে হ্যাটট্রিক জয় থেকে বঞ্চিতই থাকলেন লাল হলুদ সমর্থকরা। শেষমুহূর্তে গোলহজম। এগিয়ে থেকেও বছর শেষের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল। ১-১ গোলের ড্রয়ের ম্যাচে অস্কার ব্রুজোর দল ১১ নম্বরেই রয়ে গেল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট লাল হলুদের। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জিকসন সিং। শেষলগ্নে ইস্টবেঙ্গলের প্রাক্তনী মনোজ মহম্মদ হায়দরাবাদের হয়ে সমতা ফেরান। প্রথমার্ধে হায়দরাবাদ গোলকিপার অর্শদীপ সিং যেভাবে ক্লেটনের পেটে আঘাত করেন সরাসরি, তাতে লাল কার্ড ও পেনাল্টি দুটোই হতে পারত। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায়।