ফের সংঘর্ষে টিএমসিপি-এবিভিপি। আজ, দলীয় পতাকা লাগানো ঘিরে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজ। ব্যাপক সংঘর্ষে জোরালো দুপক্ষ। অভিযোগ, কলেজের সামনে বাইকে আগুন ধরিয়ে দে দুপক্ষের কর্মীরা। এবিভিপি কর্মীদের অভিযোগ, তাদের মারধর করেছে টিএমসিপির ছেলেরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশবাহিনী।
সমস্যার সূত্রপাত রবিবার। ওইদিন মিছিল করে TMCP। তারই পালটা হিসাবে সোমবার পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজে দলীয় পতাকা লাগানোর সিদ্ধান্ত নেয় ABVP-এর সদস্যরা। বাজকুল কলেজের ইউনিট প্রেসিডেন্ট রবীনচন্দ্র মণ্ডলের অভিযোগ, TMCP-এর পতাকা খুলে ABVP পতাকা লাগানোর চেষ্টা করে। তাতে বাধা দেয় TMCP। তা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পালটা বিজেপির তরফে কণিষ্ক পণ্ডার দাবি, TMCP কর্মী-সমর্থকরাই ABVP-এর উপর পরিকল্পনামাফিক হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের বাইরে থাকা একের পর এক মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউদাউ করে জ্বলতে থাকে বাইকগুলি। কলেজ চত্বরে বোমাবাজিও হয়। তবে কে বা কারা মোটর বাইকে আগুন লাগাল এবং কারা বোমাবাজি করল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অগ্নিকাণ্ড ও বোমাবাজিতে উত্তপ্ত কলেজ চত্বর।